হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় জুয়েল মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার চানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় জুয়েল মিয়াসহ তিনজন মোটরসাইকেলে করে নবীগঞ্জের শান্তিপুর থেকে চৌধুরীবাজার যাচ্ছিলেন। পথে চানপুর এলাকায় একটি ট্রাক্টর পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এটি খাদে পড়ে যায়।
এতে মোটরসাইকেলের তিন জন আরোহী আহত হন। স্থানীয়রা তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুই জন নানু মিয়া ও আলতাফ মিয়াকে হাসপতালে ভর্তি করা হয়েছে। তারা তিন জন একই গ্রামের বাসিন্দা।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
কেএআর