ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গাড়ি চাপায় নারী প্রকৌশলীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
গাজীপুরে গাড়ি চাপায় নারী প্রকৌশলীর মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় গাড়ি চাপায় এক নারী উপ-সহকারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে।  

শনিবার (২০ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হলেন- গাজীপুরের পশ্চিম জয়দেবপুর এলাকার মাসুদ আলমের মেয়ে আনিকা তাবাসসুম। তিনি গাজীপুর সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী ছিলেন।  

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, সন্ধ্যায় আনিকা তার বন্ধু আব্দুল্লাহ আল ইমরানের মোটরসাইকেল যোগে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের ওপর পড়ে যান। পরে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আনিকা তাবাসসুম মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২১ 
আরএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।