বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের সব ধারা বাতিল, এই আইনে মামলায় আটক ও জামিনে থাকা সাংবাদিক ও লেখকের নিঃশর্ত মুক্তিসহ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জার্মানির ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার’ এর প্রধান নির্বাহী ক্রিশিয়ান মিহর।
২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তান্বুলে সৌদি কনসুলেটে সৌদি সরকারের বিশেষ বাহিনী কতৃক নৃশংস হত্যাকাণ্ডের শিকার সৌদি আরবের সাংবাদিক জামাল কাশোগী হত্যার বিচারসহ দেশটিতে কারাবন্দি সব সাংবাদিকদের মুক্তি এবং গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করার অপরাধে সৌদি সরকার ও প্রিন্স মুহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে গুরুতর অপরাধ এনে মামলা দায়ের করার পর তিনি এই আহ্বান জানান।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কারান্তরীণে লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে ক্রিশিয়ান মিহর বলেন, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা, উপধারা সম্পর্কে রিপোর্টার্স উইদাউট বর্ডারের আশঙ্কা শেষ পর্যন্ত সত্যিই হলো। এই আইনের মাধ্যমে ক্ষমতাসীন সরকার ভয়ের শাসন কায়েম করে বাংলাদেশের গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতাকে সিস্টেম্যাটিক্যালি রুদ্ধ করতে চাইছে।
ডিজিটাল নিরাপত্তা আইনে বিচার ও বিচারবহির্ভূত গ্রেফতারের শিকার দেশের লেখক ও সাংবাদিকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান রিপোর্টার্স উইদাউট বর্ডারের এই নির্বাহী প্রধান।
বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
আরকেআর/এমআরএ