সাভার (ঢাকা): সাভারে ট্রাক চাপায় রায়হান রাতুল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লার রতন মোল্লার ছেলে। তিনি সাভার কলেজের অনার্সের শেষ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল যোগে মহাসড়কের ওই এলাকায় ইউটার্ন নিচ্ছিলেন রায়হান। এসময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রহিম বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া ট্রাকটিকেও চিহ্নিত করতে চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এমআরএ