ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জুতার মধ্যে সাড়ে ৪ কেজি স্বর্ণ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
জুতার মধ্যে সাড়ে ৪ কেজি স্বর্ণ, আটক ২ জুতার মধ্যে সাড়ে ৪ কেজি স্বর্ণ, আটক ২

যশোর: যশোরে পায়ের জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।

শনিবার (২০ মার্চ) দিনগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।

আটকরা হলেন- রাজবাড়ি সদরের হোগলাডাঙ্গি গ্রামের আব্দুল গনি মিজির ছেলে হোসেন মিজি (৩৭) ও বালিয়াকান্দি উপজেলার খালখোলা গ্রামের বাহাদুর মণ্ডলের ছেলে আক্তার হোসেন মণ্ডল (৩০)।
 
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বাংলানিউজকে বলেন, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শরীয়তপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ফেম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। ওই বাস থেকে সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে পায়ের স্যান্ডেলে লুকানো অবস্থায় ৪ কেজি ৫৪০ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।   

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে বিভিন্ন পরিবহনে মাওয়া ফেরি ঘাটে নিয়ে এসে তারা শরীয়তপুর টু বেনাপোলগামী ফেম পরিবহন বাসে উঠেছিলো। আটক স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।