ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শাল্লায় হামলার ঘটনায় গ্রেফতার আরও ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
শাল্লায় হামলার ঘটনায় গ্রেফতার আরও ৩

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লায় হামলার ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

জেলার দিরাই ও শাল্লার বিভিন্ন স্থানে শনিবার (২০ মার্চ) রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



রোববার (২১ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

এ নিয়ে দুইটি মামলায় মোট ৩৩ জনকে গ্রেফতার করা হলো। মামলায় বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।