ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি নামক স্থানে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

অন্যদিকে ভাঙ্গা উপজেলায় প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে আরও দুইজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুইজন। আহত হয় মাইক্রোবাসের আরও ১৪ যাত্রী। তাদের মধ্যে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়।  

রোববার (২১ মার্চ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মধুখালী ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ দুর্ঘটনায় হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে রোববার ভোরে ভাঙ্গা সদরের চৌরাস্তা মোড়ে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় ১ জন। নিহত দুইজন হলেন- মোটরসাইকেলের আরোহী সাকিল খান ও নাইমুর রহমান।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২১/আপডেট: ১১৪১ ঘণ্টা
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।