ঢাকা: অবিলম্বে বৈষম্য বিলোপ আইন জাতীয় সংসদে পাসসহ অনগ্রসর জনগোষ্ঠী হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।
রোববার (২১ মার্চ) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস বলেন, হরিজন জনগোষ্ঠীর মানবাধিকার সংরক্ষণে সরকারকে বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করতে হবে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, আমরা বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা লাভ করেছি। তাহলে এই জনগোষ্ঠীর সঙ্গে বৈষম্য কেন?
তিনি বলেন, আন্তর্জাতিক বৈষম্য বিলোপ দিবসে হরিজন জনগোষ্ঠী পাঁচ দফা মানবিক দাবি জানাচ্ছে। দাবিগুলো হলো- অবিলম্বে বৈষম্য বিলোপ আইন সংসদে পাস করতে হবে। সকল সিটি করপোরেশন ও পৌরসভায় জাত হরিজনদের কোটা বাস্তবায়নসহ স্থায়ী নিয়োগ দিতে হবে। সরকারি পরিচ্ছন্নতা কর্মীদের নিয়োগে হরিজনদের নিয়োগ পরীক্ষা শিথিল বা বাতিল করতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভায় সকল হরিজনদের আবাসন নিশ্চিত করতে হবে। হরিজন জনগোষ্ঠীর সন্তানদের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দিতে হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণলাল বলেন, হরিজনরা নাগরিক অধিকার বঞ্চিত। চাকরি থেকে কৌশল করে পিছিয়ে রাখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ হরিজন পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস, হরিজন ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক আকাশ বাশফোর, সদস্য সচিব হ্রদয় দাস হেলা, সাংগঠনিক সম্পাদক পান্নালাল বাশফোর প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
টিএম/এনটি