গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাকচাপায় আজাহার আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২১ মার্চ) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানিয়েছেন, সকালে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক আজাহার আলী চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
আরএ