বরিশাল: শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারীরা।
রোববার (২১ মার্চ) সকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বরিশাল বিভাগীয় কমিটি।
এতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), বাংলাদেশ শিক্ষক সমিতি(ফেডারেশন), বাংলাদেশ শিক্ষক সমিতি (কারুজ্জামান) ও বাংলাদেশ বেসরকারি তৃতীয় শ্রেণির কর্মচারি ইউনিয়রে বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীসহ সাধারণ শিক্ষক কর্মচারিরা অংশ নেয়।
বাকশিস কেন্দ্রিয় কমিটির সদস্য অধ্যাপক মোশাররেফ হোসেন খানের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাকশিস বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।
বক্তব্য দেন বাকশিস বরিশাল বিভাগীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, যুগ্ম-আহ্বায়ক ও মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতি (ফেডারেশন) সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ শিক্ষক সমিতি (কারুজ্জামান) বরিশাল বিভাগীয় কমিটিরসহ সভাপতি অধ্যক্ষ প্রণব বেপারি, শিক্ষক নেত্রী মানিক মিয়া মহিলা কলেজ অধ্যাপক শিবানী রায় চৌধুরী ও প্রধান শিক্ষক সফিউল আজম, বাকশিস পটুয়াখালী জেলা আহ্বায়ক অধ্যক্ষ আব্দুস ছালাম ও বাংলাদেশ বেসরকারি তৃতীয় শ্রেণির কর্মচারি ইউনিয় কেন্দ্রীয়সহ সভাপতি জিয়া শাহীন।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এমএস/এনটি