ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে রোহিঙ্গাদের অসংখ্য ঝুপড়ি ঘর পুড়ে যাওয়ার আশংকা করা হচ্ছে।

 

সোমবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮ এর, ইডব্লিউতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ও ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয়রা।

১৬ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল ১৪ এপিবিএন এর আওতাভুক্ত। সেখানে ১৪ এপিবিএন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।