ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে নকশী কাঁথার ফোঁড়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চিত্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে নকশী কাঁথার ফোঁড়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চিত্র

চাঁপাইনবাবগঞ্জ: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নকশী কাঁথার ফোঁড়ে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চিত্র ফুটিয়ে তোলার উৎসব চলছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২২ মার্চ) দিনব্যাপী এ উৎসবে জেলার বিভিন্ন এলাকার নারী এবং উদ্যোক্তারা অংশ নিয়েছেন।

 

এখানে কেউ কাঁথায় সুই-সুতা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, কেউ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রতিচ্ছবি, আবার কেউ মুক্তিযুদ্ধের চিত্র ফুটিয়ে তুলেছেন। এছাড়া শিল্পীদের সেলাইয়ে বাদ যায়নি রাজাকার ও আল বদরদের সে সময়ের কর্মকাণ্ডের চিত্রও।

সকাল ১০টার দিকে ‘নকশী কাঁথায় স্বাধীনতার ইতিহাস চিত্রায়ণ’ দিনব্যাপী এ আয়োজন উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এ সময় সহকারী কমিশনার চন্দন কর, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতার, প্রোগাম অফিসার উম্মে সুমাইয়া, আকসানা পারভিনসহ অনেকে।

এ উৎসবে অংশগ্রহণকারী তাহমিনা ইয়াসমিন বলেন, আমি আমার মায়ের সঙ্গে এ আয়োজনে অংশ নিতে পেরে খুবই আনন্দিত। জেলায় এমন আয়োজন এটিই প্রথম। আগামীতে প্রতিবছর যেন এমন আয়োজন হয়, এটিই আমার প্রত্যাশা।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নারী উদ্যোক্তা মাহবুবা এ ব্যতিক্রমী উৎসবে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করে বলেন, এটি সত্যিই নতুন এক অনুভূতি। আমার সংস্থার নারীরা সুই-সুতার ফোঁড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এঁকেছেন। আর এ ছবি ফুটিয়ে তুলতে পেরে সবাই নিজেদের গর্বিত মনে করছি।
 
তিনি আরও বলেন, দেশব্যাপী চাঁপাইনবাবগঞ্জের নকশী কাঁথার সুনাম রয়েছে। নকশী কাঁথায় বঙ্গবন্ধু ও স্বাধীনতার চিত্র ফুটিয়ে তোলার মাধ্যমে এক দিকে এ শিল্পটি যেমন বিকশিত হবে, তেমনি নারীদের উপার্জনও বাড়বে। ইতিহাস জানার পাশাপাশি নারীদের মধ্যে বাড়বে দেশপ্রেমও।

শেফা নামে আরেক অংশগ্রহণকারী তার নকশী কাঁথায় মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরেছেন। তিনি প্রতিবছর এমন উৎসব আয়োজনের অনুরোধ জানান।

জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা জানান, নকশী কাঁথা চাঁপাইনবাবগঞ্জের একটি ঐতিহ্যবাহী পণ্য। যা সারাদেশে বিখ্যাত। জেলা প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসনীয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতার জানান, জেলা প্রশাসনের এ আয়োজনে একদিকে জেলার ঐতিহ্যবাহী এ শিল্পকে যেমন তুলে ধরা হলো, অন্যদিকে নকশী কাঁথার মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে দেশ তথা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা হলো।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, আমি এ জেলায় আসার আগেই নকশী কাঁথার নাম শুনেছি। সুই-সুতার ফোঁড়ে এ কাঁথা বানান নারীরা। জেলার এ ঐতিহ্যকে ধরে রাখতে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

এ নকশি কাঁথার উৎসবে ৮০ জন নারী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।