বেনাপোল (যশোর): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে উপহার হিসেবে ভারত সরকারের দেওয়া ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে প্রথম একটি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে।
সোমবার (২২ মার্চ) বিকেলে বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশকে ১০৯টি উন্নত অ্যাম্বুলেন্সে উপহার দিয়েছে। ইতোমধ্যেই যার প্রথম চালান হিসেবে রোববার ২১ মার্চ রাতে একটি অ্যাম্বুলেন্সে বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে এবং বাকি অ্যাম্বুলেন্সেগুলো ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসার আগে ও পরে পর্যায়ক্রমে আসবে।
এদিকে, কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে পণ্য ছাড় করাতে সহযোগীতা করছেন উত্তরা মোটরর্স। এসময় উত্তরা মোটরসের কর্মকর্তা জাকারিয়া বাংলানিউজকে জানান, অ্যাম্বুলেন্সেগুলো ভারত থেকে উওরা মোটরসের মধ্যে দেশা আনা হচ্ছে। যার প্রথম চালান হিসেবে একটি উন্নত মানের অ্যাম্বুলেন্সে বেনাপোল বন্দরে এসেছে এবং বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় নেওয়া হবে। বাকি ১০৮টি অ্যাম্বুলেন্সও পর্যাক্রমে তাদের মাধ্যমে বাংলাদেশে আসবে।
বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আজিজুর রহমান জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন। যার মধ্যে একটি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসেছে। দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে ছাড় করাতে কাস্টমস কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এনটি