ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালাম বইসহ নিকাহ রেজিস্টার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালাম বইসহ নিকাহ রেজিস্টার আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালাম বইসহ মো. মোসাদ্দেক নামে এক নিকাহ রেজিস্টারকে আটক করা হয়েছে।  

সোমবার (২২ মার্চ) দুপুরে শহরের কাউতলী এলাকার একটি হোটেল থেকে তাকে আটক করে জেলা কাজী সমিতি।

এ সময় আটক মোসাদ্দেকের কাছ থেকে নিকাহ রেজিস্টারের বালাম বই, যৌথ তালাকের বালাম, স্ত্রী কর্তৃক তালাকের বালামসহ নিকাহ নামার ৪/৫টি ফরম জব্দ করা হয়।  

জেলা কাজী সমিতির সভাপতি মো. ইয়াহিয়া মাসুদ জানান, দুপুরে কাউতলী এলাকার একটি হোটেলে বিয়ে রেজিস্ট্রি করতে গেলে অবৈধ বালাম বই ও ফরমসহ তাকে হাতে নাতে ধরে জেলা রেজিস্টার কার্যালয়ে নিয়ে আসা হয়।  

এ বিষয়ে জেলা রেজিস্টার সরকার লুৎফুর রহমান জানান, অবৈধ বালাম বই ও ফরম রাখার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।