ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পলাশে চোর চক্রের ৭ নারী সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
পলাশে চোর চক্রের ৭ নারী সদস্য গ্রেফতার

নরসিংদী: নরসিংদীর পলাশে সক্রিয় চোর চক্রের সাত নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (২২ মার্চ) সকালে উপজেলার পন্ডিতপাড়া বাজার থেকে তাদের গ্রেফতার করে পলাশ থানা পুলিশ।

গ্রেফতার নারীরা হলেন- ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর এলাকার জালাল মিয়ার স্ত্রী পারুল বেগম (৪০), একই এলাকার মোবারক হোসেনের স্ত্রী আউলিয়া বেগম (২৬), ফরহাদ মিয়ার স্ত্রী মাহমুদা বেগম (২৬), শিশু মিয়ার স্ত্রী হাসিনা বেগম (২৮), হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার সেলিম মিয়ার স্ত্রী রিনা বেগম (৪০), জমির উদ্দিনের স্ত্রী মিনারা বেগম (৩০) ও পটুয়াখালী সদরের ফোরকান সিকদারের স্ত্রী গোলাপী বেগম (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন হাটবাজারসহ বিভিন্ন জনসমাগম এলাকায় নারীদের মোবাইল ফোন স্বার্ণালংকারসহ টাকা পয়সা চুরিকরে নিয়ে যেত। সোমবার সকালে পন্ডিতপাড়া বাজারে এক নারীর গলা থেকে স্বর্ণের একটি চেইন চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হুমায়ুন কবির জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। আজকের বিষয়েও আরেকটি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।