ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে শতকণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
নোয়াখালীতে শতকণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শতকণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নোয়াখালী পৌরসভার আয়োজনে শতকণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ করা হয়েছে।  

সোমবার (২২ মার্চ) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেলের নেতৃত্বে শতকণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ করা হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ জেলা যুবলীগ, ছাত্রলীগের ১০০ নেতাকর্মীর অংশগ্রহণে ঐতিহাসিক ভাষণের সংকলিত অংশ পাঠ করা হয়।

এসময় ভাষণ পাঠে আরো অংশ নেন- নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌরসভার সচিব শ্যামল দত্তসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।