ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রসমঞ্জরী খাইয়ে অচেতন করে মোবাইল নিয়ে চম্পট!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
রসমঞ্জরী খাইয়ে অচেতন করে মোবাইল নিয়ে চম্পট! রসমঞ্জরী খেয়ে অচেতন এক নারী। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফেরিওয়ালার রসমঞ্জরী খেয়ে চার পরিবারের ১১ জন অচেতন রয়েছেন। এ সুযোগে বাড়ির দুইটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছেন ওই ফেরিওয়ালা।

সোমবার (২২ মার্চ) বিকেল পর্যন্ত ভুক্তভোগীরা অচেতন রয়েছেন বলে জানান, বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুজ্জামান সরকার। তাদের নিজ বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয় চিকিৎসক।

এর আগে রোববার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাপড় বিক্রি করতে আসা এক ফেরিওয়ালার সঙ্গে ওই গ্রামের ছমির উদ্দিনের সখ্যতা গড়ে ওঠে। রোববার সন্ধ্যায় ওই ফেরিওয়ালা রসমঞ্জরী নিয়ে ছমির উদ্দীনের বাড়িতে আসেন। সেই রসমঞ্জরী খেয়ে ছমির উদ্দিনসহ প্রতিবেশী চারটি পরিবারের ১১ জন অচেতন হয়ে পড়েন।

এসময় ছমির উদ্দিনের বাড়ি থেকে দুইটি মোবাইল নিয়ে সটকে পড়ের ওই ফেরিওয়ালা।

এদিকে ভুক্তভোগী ছমির উদ্দিনসহ পরিবারের সদস্যরা অচেতন থাকায় প্রতারক ফেরিওয়ালার নাম জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।