রংপুর: রংপুরে তিন হাজার ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ। জব্দ করা পলিথিনের মূল্য প্রায় ১০ লাখ টাকা।
সোমবার (২২ মার্চ) রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এর আগে রোববার (২১ মার্চ) বিকেল থেকে নবাবগঞ্জ বাজার এলাকায় কয়েক ঘণ্টার সাঁড়াশি অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর নবাবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এতে চারটি পলিথিনের দোকান ও তাদের গুদামে অভিযান চালিয়ে সর্বমোট ১৫২ বস্তা পলিথিন মোট ওজন ৩০৪০ কেজি সরকার নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এর আনুমানিক বাজার মূল্য নয় লাখ ১২ হাজার টাকা। তিনি আরও বলেন, অভিযানে শালবন মিস্ত্রিপাড়ার আলাউদ্দিনের ছেলে ওবায়দুল ইসলামের (৩৫) মেসার্স নয়ন স্টোর ও গোডাউন ঘর তল্লাশি করে ৬০ বস্তা পলিথিন উদ্ধার করা হয়। এর মূল্য প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা। নবাবগঞ্জ বাজার এলাকার আমান উল্লাহ খানের (৫৫) দোকান ও গোডাউন থেকে ৬০ বস্তা, এছাড়াও ফরিদ (৩০) নামে এক ব্যবসায়ীর ভাড়ায়চালিত গোডাউন ঘর তল্লাশি করে ২৪টি পুরাতন প্লাস্টিকের বস্তার ভেতরে ৪শ ৮০ কেজি। এর মূল্য এক লাখ ৪৪ হাজার টাকা এবং হনুমানতলা এলাকার আবু তাহেরের গোডাউন ঘর তল্লাশি করে ৮টি পুরাতন প্লাস্টিকের বস্তা থেকে ১৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।
জব্দ করা পলিথিনের উৎপাদন, মজুদ, পরিবহন ও বাজারজাতকরণ থেকে খুচরা বিক্রির সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়।
অভিযান উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ডিবি) ফারুক আহমেদ নেতৃত্বে ইন্সপেক্টর সালেহ আহমেদ পাঠান, এবিএম ফিরোজ ওয়াহিদ, উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোর্সেদ, এসআই তছলিম উদ্দিন আহমেদ, এসআই নাজমুল ইসলাম, এসআই আবু ছাইয়ুম তালুকদার, এসআই লাকু সরকার এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়; ১৯৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এএটি