নাটোর: নাটোরের গুরুদাসপুরে সেলিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২২ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলা পৌর সদরের উত্তরনারীবাড়ী মহল্লায় এ হত্যার ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিকেল আনুমানিক ৪টার দিকে সেলিনা বেগমের মেয়ে ববি আক্তার তার মাকে বাসায় রেখে কাপড় তৈরির জন্য পার্শ্ববর্তী দর্জি বাড়িতে যায়।
ঘণ্টাখানেক পরে বাড়ি ফিরে শোবার ঘরে খাটের উপরে তার মাকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিক প্রতিবেশীদের জানালে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে। তবে ঘটনার সময় মেয়ে ববি আক্তার এবং তার স্বামী নজরুল ইসলাম বাড়িতে ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনা তদন্তে রাজশাহীকে সিআইডি টিমকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
আরএ