ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বিজেএমসি ভবনে আগুন: ৬ সদস্যের তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
বিজেএমসি ভবনে আগুন: ৬ সদস্যের তদন্ত কমিটি

ঢাকা: রাজধানীর মতিঝিলে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত সচিব (পাট) সাবিনা ইয়াসমিনকে প্রধান করে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

সোমবার (২২ মার্চ) বস্ত্র ও পাট মন্ত্রণালয় (পাট-১ অধিশাখা) থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বরাবর কমিটি গঠনের বিষয়টি জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন এবং ভবিষ্যতে ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে অর্থাৎ ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজেএমসি প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও বলা হয়েছে, অগ্নিকাণ্ডের কারণে প্রাথমিকভাবে ইলেকট্রনিক্স সামগ্রী (যেমন এসি, কম্পিউটার ও আসবাবপত্র) ক্ষতিগ্রস্ত হয়েছে মর্মে বিজিএমসি সূত্রে জানা যায়। তবে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে পদক্ষেপ নেওয়া হয়েছে।  

সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের সামনে থাকা ডিউটিরত ফায়ার সার্ভিসের ইউনিটকে প্রথমে পাঠানো হয়। এরপর কয়েক দফায় ফায়ার। এসময় ভবনে থাকা লোকজন রাস্তায় অবস্থান নেয়। এছাড়া আশপাশের ভবনের মানুষজনও নিরাপদে অবস্থান নেন। সার্ভিসের মোট ১৩টি ইউনিট পাঠানো হয়। সর্বশেষ বিকেল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
জিসিজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।