ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৮ বস্তা চালসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৮ বস্তা চালসহ ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৪৮ বস্তা চালসহ আব্দুর রাজ্জাক (৪৪) নামে এক ব্যবসায়ীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার কালিবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রাজ্জাক সদর উপজেলার কুশাহাটা গ্রামের মৃত আবু বক্কারের ছেলে।  

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিবাড়ী বাজারে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাকের দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৪৮ বস্তা চাল উদ্ধার করা হয়।

খাদ্য অধিদপ্তরের সিলমোহরকৃত এসব বস্তায় ৩০ কেজি করে মোট ১৪৪০ কেজি চাল রয়েছে। এ সময় ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করছেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।