ঢাকা: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের অপমান কিছুতেই মেনে নেবো না। প্রয়োজনে জীবন দেবো।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মো. আকরাম খান হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিবাহিনী স্মৃতি সংসদ।
সভায় সোলায়মান মিয়া বলেন, আমরা মুক্তিযুদ্ধার সন্তানদের সংঘটিত করছি। আমাদের কাজ অনেক দূর এগিয়ে গেছে। যারা মুক্তিযুদ্ধের চেতনার আদর্শে বিশ্বাসী ও যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন অনেকেই আমাদের সঙ্গে থাকতে চান, তাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধ বাহিনী স্মৃতি সংসদ সংগঠনের মাধ্যমে আমাদের সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছি। আমরা দেশের মানুষের সঙ্গে সেতুবন্ধন সৃষ্টি করতে চাই। সেই সেতুটি হচ্ছে বাংলাদেশ মুক্তিবাহিনী স্মৃতি সংসদ।
সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে সোলায়মান বলেন, এ সংগঠনটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটা একটি সেবামূলক সংগঠন। মুক্তিযোদ্ধাদের পরিবার ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ। এছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষে সরকারকে সহযোগিতা করা।
তিনি বলেন, আমরা ব্যাপক শক্তি নিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষে সরকারকে সহযোগিতা করবো। যাতে ভবিষ্যতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার উন্নয়ন ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন না হয়। দুর্বলকে কেউ কোনোদিন আপন করে নেয় না। দুর্বলের কথা কেউ শোনে না। আমরা এমনই শক্তিশালী হচ্ছে, দেশের মানুষ ও সরকার আমাদের পাশে দাঁড়াবে। সে শক্তি কিন্তু আমরা অকাজে ব্যবহার করবো না। সে শক্তি ব্যবহার করবো মানুষের কল্যাণে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সিনিয়র ভাইস চেয়ারম্যান সজীব সরকারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মহাসচিব মো. শফিকুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান শাহ আলম পাঠান, ভাইস চেয়ারম্যান টিপু সুলতান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এমএমআই/আরআইএস