ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে ছুরিকাঘাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
মির্জাপুরে ছুরিকাঘাতে যুবক খুন

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে প্রকাশ্য দিবা‌লো‌কে ছুরিকাঘাতে আলিমুল মোল্লা (২০) নামে এক যুবককে খুন ক‌রে‌ছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে বাইমহাটির এলাকার যমুনা ক্লিনিকের সামনে এই ঘটনা ঘটে।

আলিমুল পৌরসভার বাইমহাটী গ্রামের সেলু মোল্লার ছেলে।

জানা গেছে, যমুনা ক্লিনিকের সামনে বাইমহাটি গ্রামের আমানউল্লাহর ছেলে সাব্বির আলিমুলকে ছুরি দিয়ে পেটে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখান থে‌কে উন্নত চিকিৎসার জন্য তা‌কে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার প‌থে সে মারা যায়।

মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, এঘটনায় দোষী‌কে গ্রেফতারে পু‌লি‌শের অ‌ভিযান অব্যাহত র‌য়ে‌ছে। ত‌বে কি কার‌ণে এই হত্যা করা হয়েছে সেটা জানা যায়‌নি।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।