সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বাস চাপায় মোটরসাইকেলের আরোহী ইসমাইল (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল ধামরাইয়ের বাথুলী এলাকার সফুর উদ্দিনের ছেলে। তিনি কালামপুর থেকে নিজ বাড়ি বাথুলী যাচ্ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে ইসমাইল বাথুলী বাস স্ট্যান্ডে পৌছলে ঢাকামুখী সেবা গ্রীন লাইনের একটি দ্রুতগতির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই ইসমাইল মারা যান। মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করা হয়। এঘটনায় বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
কেএআর