ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাসিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
রাসিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: বাংলানিউজ

রাজশাহী: সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নগর ভবন থেকে শুরু হয়ে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর হয়ে শিরোইল বাস টার্মিনাল হয়ে ভদ্রা স্মৃতি অম্লান মোড় হয়ে পদ্মা আবাসিক হয়ে পুনরায় নগর ভবন পর্যন্ত রাস্তার উভয় পাশের ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানকালে ১৭টি মামলা দায়ের করে ৪৪ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও রাসিকের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।