ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নন, বিশ্বনেতা ছিলেন: এনামুল হক শামীম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নন, বিশ্বনেতা ছিলেন: এনামুল হক শামীম

ঢাকা: পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বনেতা।

তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি বিপ্লবী নেতা ছিলেন।

তিনি স্বাধীনতার স্বপ্ন দেখে ছিলেন। বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন। তাই বিশ্ব নেতারাও বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বিশ্ব ইতিহাসের অন্যতম মহানায়ক। সেরা মুক্তি সংগ্রামী, সেরা রাষ্ট্রনায়ক। ” জননন্দিত নেতা হিসেবে তার তুলনা ছিলেন তিনি নিজেই।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে আইইবি ঢাকা কেন্দ্র পূরাকৌশল বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, করোনা পরিস্থিতিতেও বিশ্বের প্রায় পাঁচটি দেশের রাষ্ট্র প্রধানরা মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশে এসে শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, কানাডা, চীনসহ বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা ভিডিও বার্তাসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়া মীলীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই। বিশ্ব নেতারা মনে করেন, “বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। ” একারণেই বলা হয়, “আওয়ামী লীগের কর্মী হওয়া গৌরবের, আর বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কর্মী হওয়া অহংকারের। ” তাই আমরা আওয়ামী লীগের কর্মী হিসেবে গর্ববোধ করি।

এনামুল হক শামীম বলেন, দেশের মাটি ও মানুষের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা ও দায়বোধ তাকে মহীরুহে পরিণত করেছিল। ব্যক্তি শেখ মুজিব হয়ে উঠেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু। বাঙালি জাতি, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সমার্থক শব্দে পরিণত হয়েছিল। কারণ, দেশসহ বিশ্বনেতারাও বিশ্বাস করেন বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। তাইতো তারা শ্রদ্ধা চিত্তে স্মরণ করেছেন।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্যা মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবির সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুল হুদা, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।