লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অস্ত্রসহ ১৫ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২৩ মার্চ) সকালে জেলার রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনাল এলাকার ১শ কিলোমিটার মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে হিজলা ও সাবের চর এলাকা থেকে তাদের আটক করা হয়।
নৌবাহিনীর লেফটেন্যান্ট ইফতেখারুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালতি হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের বিসিজিএস শ্যামল বাংলা জাহাজের অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার আখিজুল হক জানান, নদীতে জাহাজ ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে। নিয়মতি টহলের পাশাপাশি বাড়িত অভিযান চালানো হয়েছে। এসময় অস্ত্রসহ ১৫ জনকে আটক করা হয়।
আকটকৃতরা হলেন-আহাম্মদ আলী, বাগন আলী, ইব্রাহিম, বাবুল, নাগর মিয়া, কাওসার, সবুজ, জাহেদ, সাহেব আলী, ফিরোজ, আহাম্মদ উল্লাহ্, রাজীব, শাহিন, ইব্রাহিম ও ইউনুছ।
আটককৃতরা প্রত্যেকে জলদস্যু। তারা একাধিক হত্যাসহ বেশ কয়েকটি নৌ ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান এ কর্মকর্তা।
আটকৃতরা ভোলা ও বরিশালের বাসিন্দা। তাদের বিরুদ্ধে জাহাজে ডাকাতিসহ জেলেদের আটক করে মুক্তিপণ আদায় ও মুক্তিপণের টাকা না পেলে হত্যাসহ নদীতে অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এসএইচডি