ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

১২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মেলে ধরলো তাদের নিজস্ব সংস্কৃতি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
১২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মেলে ধরলো তাদের নিজস্ব সংস্কৃতি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুন্ডাদের সাংস্কৃতিক পরিবেশনা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির উৎসব আদিকথার মাধ্যমে তুলে ধরেছেন বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টি।

মঙ্গলবার (২৩ মার্চ) জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে খাসি (খাসিয়া), গারো, মনিপুরী, সাওতাল, ত্রিপুরা, মুন্ডা, বাড়াইক, উরাংসহ ১২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক দলের সদস্যরা তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মাসহ বিভিন্ন বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রধানগণ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এই স্বাধীনতা অর্জনে ক্ষুদ্র জাতি গোষ্ঠীসহ সকলের অবদান রয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাঙ্গালি জাতির জন্য একটি বিশাল মাইল ফলক। আমরা সকল জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালন করছি। এরই প্রেক্ষিতে আমারদের উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে নিয়ে আজকের এই আয়োজন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা তাদের সংস্কৃতিটুকু তুলে ধরার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।