বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট বাজার এলাকায় ট্রাকের চাপায় দেবব্রত পাল (৪০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুদ্দিন বলেন, ফয়লা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন দেবব্রত। এ সময় মোংলা থেকে খুলনাগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এসআই