ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
গোয়ালন্দে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত 

রাজবাড়ী: রাজবাড়ির গোয়ালান্দ উপজেলার পদ্মার মোড়ে বাসচাপায় জরিনা বেগম (৪৫) নামে এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (২৩ মার্চ) ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জরিনা বেগম উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডল পাড়ার শমসের কাজীর স্ত্রী।

আহতরা হলেন-জরিনার ছেলে রবিন (২০), হাসি খাতুন, শহিদুল ইসলাম ও খাদিজা বেগম। তারা সবাই অটোরিকশার যাত্রী ও দৌলতদিয়ার বিভিন্ন গ্রামের বাসিন্দা। আহতদের উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দে পদ্মার মোড়ের বেইলি ব্রিজ এলাকায় সোহাগ পরিবহনের একটি বাস আরেকটি বাসকে অতিক্রম করার সময় ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী জরিনা নিহত হন। এতে আহত হন আরও চারজন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।