হবিগঞ্জ: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দারাগাঁও চা বাগানের পাশে জমি ও নালা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৫টি শ্যালোইঞ্জিন চালিত ড্রেজার ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৩৪ হাজার ৫০০ ঘন মিটার সিলিকা বালু জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) রাতে ড্রেজারগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় প্রায় ২৫ হাজার মিটার পাইপ বিনষ্ট করা হয়েছে। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চুনারুঘাটের আট নম্বর সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও চাবাগানের কাছে অ-ইজারাকৃত জমি ও নালা থেকে এলাকার কিছু বালু ব্যবসায়ী ড্রেজারের মাধ্যমে বালু তুলে আসছিল। এতে চা বাগান, কৃষি জমি ও স্থাপনা ভাঙনের কবলে পড়েছে। ভুক্তভোগীরা একাধিকবার বালু তোলা বন্ধের দাবি জানালেও কাজ হচ্ছিল না।
বিষয়টি জানতে পেরে ইউএনও’র নেতৃত্বে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় চা বাগানের পাশে জমি ও নালায় থাকা ২৫টি ড্রেজার জব্দ করার পর আগুনে পুড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়। একই সঙ্গে প্রায় ২৫ হাজার মিটার পাইপ ও ৩৪ হাজার ৫০০ ঘন মিটার সিলিকা বালু জব্দ করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে ইউএনও সত্যজিত রায় দাশ বাংলানিউজকে বলেন, জব্দ করা ৩৪ হাজার ৫০০ ঘন মিটার সিলিকা বালু স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এসআরএস