ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জুড়ীতে প্রতিপক্ষের দায়ের কোপে যুবক নিহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
জুড়ীতে প্রতিপক্ষের দায়ের কোপে যুবক নিহত

মৌলভীবাজার: গরু চড়ানোকে কেন্দ্র করে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানের ৩ নম্বর সেকশনে প্রতিপক্ষের দায়ের কোপে মনাপাশী (২০) নামে এক রাখাল নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্ঞ্জয় চক্রবর্তী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, সাগরনাল চা বাগানের শ্রমিক শংকর পাশীর ছেলে মনাপাশী মঙ্গলবার বিকেলে ৩ নম্বর সেকশনে গরু ছেড়ে দেন। এতে মনাপাশীকে সেকশনের চকিদার অমরজিৎ গালমন্দ করলে দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে দু’জন দু’জনকে আঘাত করতে এগিয়ে এলে অমরজিতে দায়ের আঘাত মনাপাশীর গলায় গিয়ে লাগে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই মনার মৃত্যু হয়। অমরজিত একই বাগানের শ্রীকুমার পানিকার ছেলে।  

ওসি সন্ঞ্জয় চক্রবর্তী জানান, চা বাগানের সেকশনে গরু চরানোকে নিয়ে এ খুনের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আসামিকে দ্রুত আটকের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
বিবিবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।