যশোর: যশোরে স্কুলছাত্র রাকিব হোসেন হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সোহানকে একটি ছুরিসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে জেলার বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের খাজুরা এলাকা থেকে তাকে করা হয়।
জানা গেছে, গত রোববার (২১ মার্চ) রাতে একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে রাকিবকে ছুরিকাঘাতে খুন করার পর অভিযুক্ত সোহান পালিয়ে খাজুরায় ফুফু বাড়ি চলে যায়। মঙ্গলবার বিকেলে ওই এলাকা থেকে সোহানকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোহানকে জিজ্ঞাসাবাদের জন্য জানতে পেরেছেন, রাকিব তার বোনকে উত্ত্যক্ত করতো। বিষয়টি রাকিবকে একাধিকবার নিষেধ করেছে সোহান। কিন্তু তার পরেও বোনকে উত্ত্যক্ত করায় ক্ষিপ্ত হয়ে সে রাকিবকে হত্যা করে। এছাড়া এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা এজাহার দেওয়া হয়নি।
গত রোববার রাতে এনায়েতপুর গ্রামের ঈদগাহ মাঠে মোবাইলফোনে গেম খেলার সময় বন্ধু সোহানের ছুরিকাঘাতে খুন হয় রাকিব। সোমবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মরদেহে ময়নাতদন্ত সম্পন্ন হয়।
বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
ইউজি/এসআরএস