ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
কালীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

লালমনিরহাট: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের কুড়ালের আঘাতে আলকাত মিয়া (৪২) নামে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৩ মার্চ) রাতে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দু’জন আহত হয়েছেন।  

এর আগে একইদিন সন্ধ্যায় উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল সালামের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ছোট ভাই আলকাত মিয়া সঙ্গে জমি-জমা বিষয়ে বিরোধ চলছিল বড় ভাই সোলেমান। মঙ্গলবার দুপুরে জমি নিয়ে কথাকাটি হলে স্থানীয়দের সমোঝোতায় মিটে যায়। এরই জের ধরে সন্ধ্যায় আবারও তাদের মধ্যে কথাকাটি শুরু হয়। একপর্যায়ে সোলেমান কুড়াল দিয়ে আলকাতের মাথায় আঘাত করে। গুরুতর জখম ও আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে আলকাতের মৃত্যু হয়। এ ঘটনায় মৃত আলকাতের ছেলে ও এক প্রতিবেশী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।