ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা রাউন্ড টেবিলের সাইকেল র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
খুলনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা রাউন্ড টেবিলের সাইকেল র‌্যালি ...

খুলনা: ঢাকা রাউন্ড টেবিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে খুলনায় সাইকেল র‌্যালির আয়োজন করেছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা রাউন্ড টেবিল এ সাইকেল র‌্যালির আয়োজন করছে।

সাইকেল র‌্যালির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

সাইকেল র‌্যালির প্রধান সমন্বয়কারী এজাজ মাহমুদ রনি বাংলানিউজকে বলেন, খুলনা সাইক্লিস্ট এর সহযোগিতায় শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা খুলনা শহরে স্বাধীনতা দিবস সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হবে। সাইকেল র‌্যালিতে দেড় শতাধিক সাইক্লিস্ট অংশ নেবেন। র‌্যালিটি খুলনার শিববাড়ি চত্বর থেকে শুরু করে সোনাডাঙ্গা বাসস্টান্ড-গল্লামারী-নিরালা মোড়-ময়লাপোতা মোড়-সাতরাস্তার মোড়-পিটিআই মোড়-রূপসা স্ট্যান্ড মোড়-নতুন বাজার-খুলনা জেলা স্কুল-ডাক বাংলার মোড়-ফেরিঘাট প্রদক্ষিণ করে আবারও শিববাড়ী চত্বরে এসে শেষ হবে।

তিনি জানান, ঢাকা রাউন্ড টেবিল একটি সেবা মূলক সংগঠন। তিন জন দাতা ব্যক্তির হাত ধরে ১৯২৭ সালে ইংল্যান্ডের নরইচ শহরে রাউন্ড টেবিল প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় ২০১৩ সাল থেকে দেশে সেবামূলক কাজ করে আসছে ঢাকা রাউন্ড টেবিল।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এমআরএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।