লক্ষ্মীপুর: এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। এরই মধ্যে লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে দেয়ালে-দেয়ালে নৌকা প্রতীকের পোস্টার সাঁটানো হয়ে গেছে।
এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
তবে বুধবার (২৪ মার্চ) সকাল ৮টা পর্যন্ত এ ঘটনায় রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে কেউ কোনো অভিযোগ করেননি।
এর আগে রাত ১১টার দিকে নির্বাচনী এলাকা রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) নজরুল ইসলাম দেয়ালে পোস্টার লাগানো ছবিসহ ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেন। ওই পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের ছবিসহ নৌকা প্রতীক দেখা যায়। সম্প্রতি স্থানীয় একটি মারামারির ঘটনায় জেল থেকে জামিনে বের হয়েছেন নজরুল। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়।
নৌকা মার্কায় ভোট চেয়ে নজরুল ইসলাম লিখেছেন, স্বাধীনতার প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকা, শেখ হাসিনার প্রতীক নৌকা ও নয়ন ভাইয়ের প্রতীক নৌকা।
জাতীয় পার্টির প্রার্থী ফায়িজ উল্যাহ শিপন বলেন, আওয়ামী লীগের প্রার্থী ও তার লোকজন বিভিন্নভাবে আমাকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। এখন আবার প্রতীক বরাদ্দ না দিতেই তারা পোস্টার সাঁটিয়ে প্রচারণা চালাচ্ছে। এ নিয়ে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করবো।
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, পোস্টার লাগানোর বিষয়টি আমার জানা নেই। নজরুল নামের কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না।
এ ব্যাপারে উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, প্রতীক বরাদ্দের আগে পোস্টার ঝুলানো বা সাঁটানো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। তবে এ ব্যাপারে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বুধবার (২৪ মার্চ) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। বৃহস্পতিবার (২৫ মার্চ) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর আগে কেউই প্রতীক সংবলিত পোস্টার কিংবা কোনো রকম প্রচারণা চালাতে পারবেন না।
ঘুষ কেলেঙ্কারী মামলায় কুয়েতে দণ্ডপ্রাপ্ত কাজী শহীদ ইসলামের লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনটি ২২ ফেব্রুয়ারি শূন্য ঘোষণা করা হয়। ১১ এপ্রিল ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ফায়িজ উল্যাহ শিপন ও বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর আহ্বায়ক আবুল কালাম আজাদ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এসএইচডি/আরএ