রাজধানীর দক্ষিণখানের আইনুসবাগ বালু ব্যবসাকে কেন্দ্র করে আব্দুর রশিদ নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই হত্যাকাণ্ডটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জাপানি হান্নান নামে এক ব্যক্তির জড়িত থাকার কথা আমরা শুনেছি। বিস্তারিত তদন্ত করে বলা যাবে।
এদিকে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ওই ব্যক্তির মরদেহ বর্তমানে দক্ষিণখান কেসি হাসপাতালে রয়েছে।
স্থানীয়রা বলছে, বালু ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটেছে।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এসজেএ/জেআইএম