ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
চুয়াডাঙ্গায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন মানববন্ধন

চুয়াডাঙ্গা: সুনামগঞ্জের শাল্লায় হিন্দু গ্রামে হামলা-লুটপাটের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।  

বুধবার (২৪ মার্চ) সকালে শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।

অনিক চক্রবর্তীর উপস্থাপনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত সিংহ রায়, জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শুভেন্দু দেবনাথ শান্ত, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিশীত চক্রবর্তী, ধর্ম বিষয়ক সম্পাদক পান্না লাল ত্রিবেদী ও সহ-দপ্তর সম্পাদক রুদ্র দে প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।