ঢাকা: ঢাকার দক্ষিণখানের আইনুসবাগে বালু ব্যবসাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনার মূল আসামি আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ মার্চ) হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল ও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক বাকি ৬ আসামির নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে পুলিশ বলছে, যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হাফিজুর রহমান রিয়েল বাংলানিউজকে বলেন, হত্যাকাণ্ডের এই ঘটনায় আমরা ছয় আসামিকে আটক করেছি। এদের মধ্যে মূল আসামি হান্নানও রয়েছে।
দক্ষিণ খান জোনের সহকারী কমিশনার (এসি) বিপ্লব কুমার গোস্বামী বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে একটি শটগান ও একটি পিস্তল পাওয়া গেছে। এছাড়াও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে। দুটি অস্ত্রেরই লাইসেন্স ছিল। আমরা এসবই জব্দ করেছি।
আরও পড়ুন>> দক্ষিণখানে বালু ব্যবসাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে গুলি করে হত্যা
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এসজেএ/এইচএডি