ঢাকা: অধীন দফতর-সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দফতর বা সংস্থার প্রধানকে তার আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
হঠাৎ করে করেনা সংক্রমণ বাড়ায় পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে এবং মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস প্রশাসন একাডেমি, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, বিয়াম ফাউন্ডেশন, সরকারি যানবাহন অধিদপ্তর, সরকারি কর্মচারী হাসপাতাল প্রধানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সর্বশেষ মঙ্গলবার (২৩ মার্চ) দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ১৮ জনের।
বুধবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, রোগী যে হারে আসছে, যে হারে সংক্রমিত হচ্ছে, এটা যদি হতে থাকে তাহলে এ ব্যবস্থাও আল্টিমেটলি কুলাবে না। কাজেই আমাদের দেশ ও দেশের ইকোনমিকে রক্ষা করতে হলে এবং দেশের মানুষের কাজ-কর্ম যদি বজায় রাখতে হয় তাহলে আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এমআইএইচ/ওএইচ/