ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. বাবু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৪ মার্চ) সকালে আখাউড়া রেলওয়ে থানার আজমপুর স্টেশনের পাশে রাজাপুর রেল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে কীভাবে তিনি ট্রেনে কাটা পড়েন, তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এসআই