পঞ্চগড়: পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় সরবরাহ করায় জেনিফার ফুড ভ্যালি নামক একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ। একই সঙ্গে অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ টাকা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
পরেশ চন্দ্র বর্মন বাংলানিউজকে বলেন, গত ২১-২৩ মার্চ জেলা প্রশাসন পঞ্চগড় কর্তৃক আয়োজিত দু’দিনের ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় জেনিফার ফুড ভ্যালি নামক একটি প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় সরবরাহ করে। বিষয়টি একজনের নজরে এলে ২৪ মার্চ ভুক্তভোগী অভিযোগ করেন। পরবর্তীকালে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে জেনিফার ফুড ভ্যালিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এনটি