ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
রাজবাড়ীতে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২ ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ী সদরের বসন্তপুর স্টেশন বাজার সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাকের দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

 

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক পলাশ ও তার সহযোগী (হেলপার) মিলন। আহত ব্যক্তির নাম বাবলু মোল্লা (৫৫)। নিহত দু’জনের বাড়ি একই জেলার খানখানাপুর এলাকায় বলে জানা গেছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বসন্তপুর স্টেশন বাজারের কিছুটা আগে কামাল মিয়ার এফএবি ইটভাটা এলাকায় রেললাইন পার হচ্ছিল ডাম্প ট্রাকটি। এ সময় রাজশাহীগামী মধুমতি ট্রেনের ধাক্কায় ট্রাকটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক পলাশ ও তার হেলপার মিলন ও বাবলু মোল্লা নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চালক ও হেলপারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।