কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের লেদা শরণার্থী ক্যাম্প সংলগ্ন স্থানীয়দের বসত-বাড়িতে আগুন লাগানোর সময় নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) রাত পৌনে আটটার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন জনতার সহযোগিতায় ওই নারীকে আটক করে।
ধারণা করা হচ্ছে কোনো উগ্রপন্থী সংগঠন লোভের ফাঁদে ফেলে এই নারীকে নাশকতামূলক কাজে ব্যবহার করছে।
এপিবিএন এর পক্ষ থেকে জানানো হয়, ৩০ মার্চ (মঙ্গলবার) রাত পৌনে ৮টার দিকে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিম লেদার স্থানীয় মো. এজাহার মিয়ার বাড়িতে আগুন দিচ্ছিল রোহিঙ্গা নারী রকিমা খাতুন। এ সময় ওই বাড়ির ছেলে দেখে ফেললে পালিয়ে যাওয়ার সময় ওই নারীকে আটক করা হয়। পরে তাকে নয়াপাড়া ক্যাম্প এপিবিএন পুলিশের দায়িত্বরত টহল দলের কাছে সোপর্দ করা হয়।
কক্সবাজার এপিবিএন ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক বাংলানিউজকে জানান, আটক নারীকে জিজ্ঞাসাবাদের পর মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ: ০৪১৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এসবি/কেএআর