বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাল দখল করে স্থাপনা নির্মাণ করার অপরাধে তিন নির্মাণ শ্রমিককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে বাবুগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, উপজেলা সদরের বাবুগঞ্জ বাজারে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণকালে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এ সময় পনির (৩২), সিরাজুল ইসলাম (২৩) ও মো. আলী (৩২) নামের তিন নির্মাণ শ্রমিককে ঘটনাস্থল থেকে আটকের পর প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ: ০৬০২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এমএস/কেএআর