ঢাকা: রাজধানীর গুলিস্তান এলাকার মহানগর নাট্যমঞ্চের পাশের ফুটপাত থেকে একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পল্টন থানা পুলিশ।
পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল চন্দ্র রায় জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে মহানগর নাট্যমঞ্চের পাশে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মেয়ে নবজাতকের মরদেহটি গামছা দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।
তিনি জানান, ধারণা করা হচ্ছে মৃত অবস্থায় কেউ নবজাতকটি সেখানে ফেলে গেছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এজেডএস/এইচএডি