ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় আ’লীগের দুই গ্র“পের সংঘর্ষ : নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, জুন ৬, ২০১০

পাবনা: পাবনায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আজ বৃহস্পতিবার সকালে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।



সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া কৃষিখামারে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। নিহত শ্রমিক আবুল কাশেম (৩৫) সদর উপজেলার বাড়ইপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

আহতদের দুই জনকে পাবনা জেনারেল হাসপাতাল এবং দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টেবুনিয়া কৃষিখামারে মাস্টার রোলে শ্রমিক নিয়োগ নিয়ে কয়েকদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী গ্রুপ ও হাসু গ্র“পের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে হাসু গ্র“পের কয়েকজন শ্রমিককে সম্প্রতি ছাঁটাই করা হয়।
 
ছাঁটাই হওয়া শ্রমিকরা আজ সকালে সাড়ে আটটার দিকে কাজে যোগ দিতে গেলে মোহাম্মদ আলী গ্র“পের লোকজন বাধা দেন। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্র“পের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে হাসু গ্র“পের আবুল কাশেম নামের এক শ্রমিক নিহত  হন। আহত হন উভয় পক্ষের ১০ জন শ্রমিক।

এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক মো. হাসানুজ্জামান জানান, সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫০০ ঘণ্টা, জুন ০৩, ২০১০
সংবাদদাতা/বিকে /জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।