ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালী কারাগারে বৃদ্ধ হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
নোয়াখালী কারাগারে বৃদ্ধ হাজতির মৃত্যু

নোয়াখালী: নোয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে বদিউল আলম (৭৬) নামে এক বৃদ্ধ হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

এর আগে, সোমবার দিbগত রাত দেড়টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
বদিউল আলমের বাড়ি সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামে।   

তিনি সেনবাগ থানার একটি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন।

পুলিশ সুপার জানান, বদিউল আলম বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে কারা হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। সেখানে সোমবার দিনগত রাত ১টার দিকে হঠাৎ তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য বদিউল আলমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।