নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামে নিজ বাড়ির শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে নান্নু মিয়ার বাড়িতে ছাগল নিয়ে আসেন পাশের গ্রামের এক ব্যক্তি। পরে দরজা লাগানো দেখে ডাকাডাকির একপর্যায়ে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের বিষয়টি জানান তিনি। পরে দরজা ভাঙলে শোবার ঘর থেকে নান্নুকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত ও মেঝেতে রক্তাক্ত অবস্থায় তার স্ত্রী হিমার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের ধারণা।
নেত্রকোনা পুলিশ সুপার (এসপি) মো. আকবর আলী মুনসী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এসআরএস