ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক মাদক বিক্রেতা সেলিম

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীর পাকশি ইউনিয়নে ৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সেলিম মণ্ডল (৫০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার (১২ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী উপজেলার পাকশি দিয়াড় বাঘইলের ক্লাবমোড় থেকে তাকে আটক করা হয়।

পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল সেলিম। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটকের সময় তার শরীর তল্লাশি করে ৩৮০ পিচ ইয়াবা পাওয়া যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, আটক সেলিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ১২ অক্টোবর, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।